মেদিনীপুর: এক ঘণ্টার টিকিট চেকিং অভিযান, খড়গপুর ডিভিশনের মেদিনীপুর সহ বিভিন্ন স্টেশন গুলিতে ৭৩ জনকে আটক করে মোটা জরিমানা রেলওয়ের
এক ঘণ্টার টিকিট চেকিং অভিযান। সেই স্পেশাল অভিযানে খড়গপুর ডিভিশনের মেদিনীপুর সহ বিভিন্ন স্টেশনে বহু টিকিট হীন যাত্রীকে ধরল রেল। ৭৩ জন টিকিট হীন যাত্রীকে ধরার পর তাদের কাছ থেকে ৯৮৯০ টাকা জরিমানা হিসেবে আদায় হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে আধিকারিকরা।