পুরুলিয়া ২: A.N. চ্যারিটেবল ট্রাষ্ট্রের দুটি শাখার সম্মেলন হল পুরুলিয়া ২ নং ব্লকের বোঙ্গাবাড়ি কমিউনিটি হলে
এ এন চেরিটেবল ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দুটি ব্লক শাখার আজকের সম্মেলন অনুষ্ঠিত হলো পুরুলিয়া ২ নম্বর ব্লকের বঙ্গাবাড়ি এলাকাতে । বঙ্গাবাড়ি কমিউনিটি হলে এই সংগঠনটির পুরুলিয়া ২ নম্বর ব্লক শাখা এবং পাড়া ব্লক শাখার উদ্যোগে সম্মেলনটি সম্পন্ন হয় ।