পুরুলিয়া ২: স্বর্ণশিল্পী সমিতি পুরুলিয়া জেলা শাখার শুভ উদ্বোধন হলো রবিবার মানভুম ইন্ডোর স্টেডিয়ামে
স্বর্ণশিল্পী সমিতি পুরুলিয়া জেলা শাখার শুভ উদ্বোধন হলো রবিবার মানভুম ইন্ডোর স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন জেলার স্বর্ণ শিল্পীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা।লখ্য জেলার স্বর্ণ শিল্পীদের এক ছাতার তলায় এনে তাদের জীবন জিবিকার স্বার্থে সংঘবদ্ধ হওয়া। সংগঠনের পক্ষ থেকে সনাতন দত্ত জানান জেলার নব্বই শতাংশ স্বর্ণশিল্পী এই সমিতিতে যুক্ত হয়েছেন, বাকিদের স্বাগত জানানো হচ্ছে।