মানিকচক: সবচেয়ে বড় কালী প্রতিমা দেখতে শভানগরের পূজা মন্ডপে উপচে পড়া ভিড়
মালদা জেলার সহ উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বড় প্রতিভা হচ্ছে মানিকচক বিধানসভার সভানগর উল্কা ক্লাবের। বিশাল আকারের এই কালী প্রতিমা দেখতে উপচে পড়া ভিড় রয়েছে পূজা মণ্ডপ জুড়ে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী হাজির হয়েছে এই কালী প্রতিমা দর্শন করতে। প্রায় ৫২ ফুট উচ্চতার এই কালী প্রতিমার দেখতে ভিড়ে ঠাসা রয়েছে গোটা শোভানগর স্ট্যান্ড এলাকা। গোটা এলাকা কেবল মানুষের ভিড়ে ঠাসা। চলছে বিভিন্ন রকম অনুষ্ঠান।আনন্দমুখর হয়ে উঠেছে পূজা মন্ডপ।