বিনপুর ১: হাতি ও মানুষের সংঘাত এড়াতে বিনপুর ১ ব্লকে হাতির গতিবিধি প্রকাশ করল বনদপ্তর
হাতি ও মানুষের সংঘাত এড়াতে বিনপুর ১ ব্লকে হাতির গতিবিধি প্রকাশ করল বনদপ্তর। বুধবার ব্লকে এলাকায় প্রায় ১০ টি হাতির গতিবিধি প্রকাশ করা হয় বনদপ্তরের পক্ষথেকে। হাতি ও মানুষের মধ্যে সংঘাত এড়াতে তৎপর বনদপ্তরের পক্ষথেকে লালগড় রেঞ্জের হাতির বর্তমান সংখ্যা প্রকাশ করা হয়। সতর্ক করা হয় এলাকাবাসীদের।