খোয়াই: খোয়াই থানার পুলিশ মদবিরোধী অভিযান সংঘটিত করে ২১ বোতল বিলেতি মদ সহ একজনকে আটক করেন খোয়াই থানায় নিয়ে আসে।
Khowai, Khowai | Oct 6, 2025 আবারো নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। একের পর এক নেশা বিরোধী অভিযান চলছে। এবার খোয়াই থানার পুলিশ ২১ বোতল বিলেতি মদ সহ একজনকে আটক করতে সক্ষম হয়েছে।