সোনামুড়া: DYFI-র অঞ্চল সম্পাদকের বাড়িতে তাণ্ডব!প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন,ঘটনা বক্সনগর
DYFI সোনামুড়া বিভাগীয় কমিটির বিক্ষোভ -- গত ১লা নভেম্বর বক্সনগর dyfi অঞ্চল সম্মেলন করায় সম্মেলনের ব্যাপক যুবক অংশ নেওয়ায় শাসকদলের নেতারা ভয় পেয়ে ওই সম্মেলনের নির্বাচিত অঞ্চল সম্পাদক ফরাদ রানার বাড়িতে তোফাজ্জলের নির্দেশে পুলিশ এবং বিএসএফ বীনা সার্চ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে তল্লাশীর নামে তার বাড়িঘর লন্ড ভন্ড করে।