বিশালগড়: রাজ্যে শিক্ষা বিপ্লবের নমুনা,একটি শ্রেণী কক্ষে পড়ানো হচ্ছে ৩টি ক্লাসের ছাত্রছাত্রীদের,ঘটনা ননজলা
রাজ্যে শিক্ষা বিপ্লবের নমুনা,একটি শ্রেণী কক্ষে পড়ানো হচ্ছে তিনটি ক্লাসের ছাত্রছাত্রীদের। কারণ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের ভীষণ সংকট। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রেণিকক্ষের দরকার ৮ টি কিন্তু বিদ্যালয়ের শ্রেণিকক্ষ রয়েছে শুধুমাত্র ৩ টি। বিদ্যালয়ে মিড ডে মিলের কোন ঘর নেই ।মিড ডে মিল খাওয়ার সময় কুকুর ছাগল এবং গরু পাহারা দিতে হয় তিনজন শিক্ষককে।