একরাশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বরূপনগর ব্লকের ঐতিহ্যবাহী চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠ প্রাঙ্গণে পালিত হলো তৃতীয় বর্ষের খাদ্য মেলা (Food Festival)। রাজ্য সরকারের 'শিক্ষার্থী সপ্তাহ' পালনের অঙ্গ হিসেবে শুক্রবার সকাল ১১টা থেকে এই মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি জুলফিকার রহমান আকুঞ্জী ও প্রধান শিক্ষক পীযূষ কান্তি দাস। এবারের মেলায় পড়ুয়ারা ৩০টিরও বেশি স্টল দেয়, যেখানে পিঠেপুলি, বিরিয়ানি থেকে শুরু করে আলুকাবলি—মোট ৭৫টি