রানিবাঁধ: তৃণমূলের সাংগঠনিক আলোচনা সভা হলো খাতড়ায়, উপস্থিত রাজ্যের মন্ত্রী
তৃণমূলের সাংগঠনিক আলোচনা সভা হলো খাতড়ায়। খাতড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে খাতড়ার পাঁপড়া ব্রিজ মোড়ের একটি বেসরকারি লজে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি, খাতড়া ব্লক তৃণমূলের সভাপতি তরুণ পাত্র সহ জেলা ও ব্লক নেতৃত্ব এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সংগঠনের তরফে জানা যায় দলের আগামী দিনের কর্মসূচি সহ আসন্ন বিধানসভা ভোটের বিষয়ে আলোচনা হয় এদিনের সভায়