কৃষ্ণনগর ১: ইট বোঝাই ট্রাক্টর পার্টির ঘটনায় ঘূর্ণি এলাকায় যানজটের সৃষ্টি
ইট বোঝাই ট্রাক্টর পাল্টি হওয়াতে যানজটে সৃষ্টি হয় রাস্তায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানার অন্তর্গত ঘূর্ণি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এদিন একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে একটি ট্রাক্টর রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ট্রাক্টর পাল্টি হয়ে যায়।