গোসাবা: বিধানসভা নির্বাচনের লক্ষ্যে,বৃহস্পতিবার বাজারে আমতলী অঞ্চল তৃণমূলের নেতৃত্ব বুথ সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠকের আয়োজন
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বৃহস্পতিবারের বাজারে,আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে,আমতলী অঞ্চল তৃণমূলের নেতৃত্ব ও বুথ সভাপতিদের নিয়ে সাংগঠনিক করলেন আমতলী GP প্রধান অঞ্জলী সরদার ও উপ প্রধান রঞ্জন মন্ডল।উপস্থিত ছিলেন আমতলী অঞ্চল যুব সভাপতি প্রভাস মন্ডল,গোসাবা পঞ্চায়েত সমিতির সদস্য ধীমান মন্ডল সহ অঞ্চল নেতৃত্বরা