কাটোয়া ১: বিজেপি নেত্রীর কুরুচিপূর্ণ ছবি পোস্ট, গ্রেপ্তার আইনজীবী, ধৃতকে পেশ কাটোয়া আদালতে
বারাসাত থেকে বিজেপি নেত্রীর কুরুচিকর ছবি পোস্টের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী উত্তর ২৪ পরগনার বারাসাতের আনন্দনগর থেকে বজরং দলের সদস্য ও পেশায় আইনজীবী রাজেশ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি সমাজমাধ্যমে জেলা বিজেপি নেত্রীর কুরুচিকর ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন। গত ১৬ জুলাই বিজেপি নেত্রী কাটোয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের মোবাইলের আইএমইআই নম্বর ট্রেস করে রাজেশ সাহার সন্ধান মেলে।