হবিবপুর: এবারের দুর্গোৎসবে নজরকাড়া চমক নিয়ে হাজির হয়েছে ,বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাব।
এবারের দুর্গোৎসবে নজরকাড়া চমক নিয়ে হাজির হয়েছে মালদার বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাব। থিমের নাম “মাটির ঘরে পুতুল সাজে মা এলোরে”। ইতিমধ্যেই মণ্ডপ থেকে প্রতিমা—সব ক্ষেত্রেই থিমের রূপায়ণ সম্পূর্ণ হয়েছে। উদ্যোক্তাদের দাবি, একসময় এটি ছিল জমিদার বাড়ির পূজা। তবে গত ৬২ বছর ধরে মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের উদ্যোগেই দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো এবছরও অভিনব থিম ভাবনায় সাজানো হয়েছে পুজো মণ্ডপ ও প্রতিমা।