ঝাড়গ্রাম: বাছুরডোবায় বাংলার ভোট রক্ষার শিবির পরিদর্শনে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন মুখার্জী
২৭ শে অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। বাংলার প্রকৃত কোন ভোটারের নাম বাদ না পড়ে এসআইআর এ তার জন্য দলীয় স্তরের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রের বুথে বাংলার ভোট রক্ষার শিবির করার নির্দেশ দিয়েছিলেন তিনি। সেইমতো শুরু হয়েছে শিবির। শনিবার বিকেলে ঝাড়গ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাছুরডোবা এলাকার শিবির পরিদর্শন করেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বরঞ্জন মুখার্জি।