বিশালগড়: ধারাবাহিক খবরের জেরে শুরু রাস্তার কাজ, ঘটনা বিশ্রামগঞ্জ
ধারাবাহিক খবরের জেরে দীর্ঘ প্রতীক্ষার অবসান হল । শুরু হলো রাস্তার কাজ। ঘটনা বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন রাজকুমার পাড়া এবং নাথুং বাজার এলাকায়।চড়িলাম বিধানসভার সবচেয়ে বেহাল রাস্তা বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা য়। এই এলাকার রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে। বৃষ্টির সময়ে গর্তের মধ্যে জল জমে থাকে।