নন্দীগ্রাম ১: সংগঠনের পতাকা উত্তোলন,শহীদ বেদিতে মাল্যদান,শপথ বাক্য পাঠের মধ্যদিয়ে আজ নন্দীগ্রামে ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন করলো DYFI
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFIর৪৬তম প্রতিষ্ঠা দিবস আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হল। সংগঠনের পতাকা উত্তোলন,শহীদ বেদিতে মাল্যদান,শপথ বাক্য পাঠের,নীরবতা পালননের মধ্যদিয়ে নন্দীগ্রামে ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন করলো DYFI র নন্দীগ্রাম-১লোকাল কমিটি।,উপস্থিত নন্দীগ্রাম-১লোকাল কমিটির কনভেনার তাহেদুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেনDYFIর পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সভাপতি সারির আলী শা সহ অন্যান্য নেতৃত্ব গন