১৩৯ দিন ধরে কাজহীন ২৮ শ্রমিক, দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কসে টানটান ক্ষোভ দুর্গাপুর সিমেন্ট ওয়ার্কস (বিড়লা)-এর ২৮ জন শ্রমিককে দীর্ঘ ১৩৯ দিন ধরে অবৈধভাবে কাজ থেকে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। এতে শ্রমিক ও তাঁদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। শনিবার রাত ৮ টায় অভিযোগ, এত বড় সমস্যার পরও স্থানীয় শ্রমিক সংগঠনের নেতারা ও বিধায়ক কোনও উদ্যোগ নিচ্ছেন না আন্দোলনকারীদের অভিযোগ— শহরের শিল্পে বহিরাগতদের চাকরি দেওয়া হলেও স্থানীয় বেকার যুবকদের উপেক্ষা করা হচ্ছে