কান্দি: দেশের মধ্যে আইটিআই পরীক্ষায় প্রথম দৃষ্টিহীন ছাত্র — কান্দির বাবলু হালদার, বাংলার গর্ব!
দেশের মধ্যে আইটিআই পরীক্ষায় প্রথম দৃষ্টিহীন ছাত্র — কান্দির বাবলু হালদার, বাংলার গর্ব! দেশের মধ্যে আইটিআই পরীক্ষায় প্রথম হয়ে ইতিহাস গড়লেন মুর্শিদাবাদের কান্দির জীবন্তির দৃষ্টিহীন যুবক বাবলু হালদার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির ছাত্র বাবলু কারিগর প্রশিক্ষণ প্রকল্পের (CTS) মেটাল কাটিং অ্যাটেনডেন্ট বিভাগে ৬০০-এর মধ্যে ৪৭৩ নম্বর পেয়ে জাতীয় স্তরে প্রথম হন। গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলের পর ৪ অক্টোবর নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধ