বারাসাত ১: আমডাঙার বিধায়কের তহবিলে কাশিমপুর কংস বনিকপাড়ায় তৈরি হচ্ছে হাইড্রেন, জল যন্ত্রণার অবসান
আমডাঙার বিধায়কের তহবিলে কাশিমপুর কংস বনিকপাড়ায় তৈরি হচ্ছে হাইড্রেন, জল যন্ত্রণার অবসান উত্তর ২৪ পরগনার বারাসাত এক নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের কংস বনিকপাড়ার দীর্ঘদিনের জল জমার সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে স্থানীয় বাসিন্দারা। আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের তহবিলের ৫ লক্ষ ১ হাজার টাকা ব্যয়ে এই এলাকায় একটি হাইড্রেন ও কালভার্ট তৈরির কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই বর্ষার সময় কংস বনিকপাড়ার রাস্তায় জল জমাট বাঁধার কারণে চরম দুর্ভোগের সৃষ্টি হত। জল নি