ধূপগুড়ি: মুষলধারে বৃষ্টি এসে চেংমারি গ্রামপঞ্চায়েত এর সাহেববাড়ি ও পশ্চিম দলাইগাওতে তিস্তার জল ঢুকে গিয়ে ৭৮টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ল
মুষলধারে বৃষ্টি এসে চেংমারি গ্রামপঞ্চায়েত এর সাহেববাড়ি ও পশ্চিম দলাইগাওতে তিস্তার জল ঢুকে গিয়ে ৭৮টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ল। প্রতিটি পরিবারকে তিস্তার বাহাতি বাধের উপর ত্রাণ শিবিরে রাখা হয়েছে। উল্লেখ্য এর আগেও তিস্তার জল বেড়ে গিয়ে বানভাসিদের বাধের উপর ত্রাণ শিবিরে রাখা হয়েছিল। কিন্তু জল কমে যাওয়ার ফলে সকলেই বাড়ি ফিরে গিয়েছিল। কিন্তু শনিবার রাত থেকে মুষলধারে বৃষ্টি এসে তিস্তার জল বেড়ে যায়।ফের রবিবার সকাল থেকে দুটি গ্রামেই জল ঢুকে পড়ে। এদিন বিকেল পাচটা পর্যন্ত জল