কোলাঘাট: O2 ওয়ার্ল্ড চিটফান্ড কোলাঘাটে ৩ এজেন্ট কোম্পানির কর্ণধারদের কাছে উড়িষ্যার কটকে টাকা আনতে গিয়ে পুলিশের হাতে আটক
O2 ওয়ার্ল্ড নামক চিটফান্ড এর বেশ কয়েকজন এজেন্ট কোম্পানির কর্ণধারদের কাছে উড়িষ্যার কটকে টাকা আনতে গিয়ে উড়িস্যা রাজ্যের কটক জেলার চাউলিয়া থানা এলাকায় পুলিশের হাতে আটক কোলাঘাটের তিন যুবক।কিন্তু উড়িষ্যা কটকের ঔই হোটেলে কর্তৃপক্ষ সন্দেহ হওয়ায় স্থানীয় পুলিশ ওই হোটেল থেকে ৩০ জনকে আটক করে। শুক্রবার খবর পাওয়ার পর কোলাঘাটের তিন এজেন্ট এর পরিবারের মধ্যে আতঙ্ক বাড়ছে।শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ সংবাদ মাধ্যম মুখোমুখি হয়ে বলে।