ওন্দা: দামোদরবাটী বুথের বিধায়ক তহবিল টাকা থেকে করে দেওয়া একটি টিনের সেড এর ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক
Onda, Bankura | Oct 17, 2025 আজ রামসাগর অঞ্চলের দামোদরবাটী বুথে বিধায়ক তহবিল টাকা থেকে একটি মন্দিরের টিনের সেড করে দেওয়া হয়েছিল তারই আজ ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ওন্দা ব্লকের বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এই টিনের সেড করে দেওয়ার খুশি ওই এলাকার মানুষজন। বিধায়ক এমন উদ্যোগে খুশি হয়েছেন এলাকা বাসী।