গঙ্গারামপুর: সপ্তমীর রাত্রে দর্শনার্থীদের ভিড় গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাবে
সপ্তমীর রাত্রে দর্শনার্থীদের ভিড় দুর্গা পুজো মণ্ডপে মণ্ডপে।রবিবার রাত্রি ১০ নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চিত্তরঞ্জন স্পোটিং এন্ড কালচারাল ক্লাবের দুর্গা পুজো দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল ভালোই। ৪৬ তম বর্ষে রাজস্থানের মন্দিরের আদলে দুর্গা পুজো মণ্ডপ তৈরি করেছেন গঙ্গারামপুর এর চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব।