আদিবাসী কুড়মি সমাজের বরাবাজার ব্লক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো সিন্দরী কমিউনিটি হলে বুধবার বিকেলে। এদিনের সম্মেলনে সাংগঠনিক বিভিন্ন আলোচনার সঙ্গে সঙ্গে নতুন ব্লক কমিটি গঠিত হয়। নতুন ব্লক কমিটির সভাপতি হিসেবে কুমেদ মাহাতো এবং ব্লক যুব সভাপতি হিসেবে নিধিরাম মাহাতো র নাম ঘোষিত হয়। সম্মেলন শেষে মঞ্চে উপস্থিত কোন সকলকে শপথ বাক্য পাঠ করান আদিবাসী কুড় মি সমাজের মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো।