আরামবাগ: ধনতেরাস এর আগে আরামবাগ শহরের জুয়েলারি দোকান গুলিতে পুলিশ কর্তাদের হানা
ধনতেরাস এর আগে জুয়েলারি দোকানে পুলিশ কর্তাদের হানা,খতিয়ে দেখলেন নিরাপত্তার দিকগুলি।আর কয়েকদিন পরেই দীপাবলি,তার আগে ধনতেরাস,ওই দিন সোনার অলংকার কিনতে দেখা যায় বহু মানুষকে।আরামবাগ শহরের জুয়েলারি দোকান গুলিতে ওই দিন ক্রেতাদের ভির হয়।তাই ধনতেরাস এর আগে দোকান গুলির নিরাপত্তা খতিয়ে দেখাতে একাধিক জুয়েলারি দোকানে মঙ্গলবার হানা দেন আরামবাগ SDPO সুপ্রভাত চক্রবর্তী,আরামবাগ থানার IC রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ কর্মীরা।পুলিশের এই উদ্যোগে খুশি দোকান কর্তৃপক্ষ।