পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের তারাচাঁদবাড়ে বিবেকানন্দ সেবা সংঘের সার্বজনীন শ্রী শ্রী রাস উৎসব ও ২১গৌরাঙ্গ মহোৎসব-২০২৫ হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমার মধ্যদিয়ে আজ শুভ সূচনা হল। চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রতিদিনই থাকছে নাম সংকীর্তন,পালাকীর্তন সমাপ্তি দিনে থাকছে পশরা গান এবং মহোৎসব। প্রায় পাঁচ হাজার ভক্তের প্রাসাদের আয়োজন বলে সংস্থা সূত্রে জানাগেছে। উৎসবের দিন গুলোতে অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সকল কে শুভেচ্ছা জানাতে উপস্থিত থাকবেন। রাজ্যের বিরোধ