সত্যকিঙ্কর দত্ত সহ পাঁচ শহীদকে ঝালদাতে শ্রদ্ধাঞ্জলি দিলেন বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো। আজ ১৫ জানুয়ারি — ঝালদার শহীদ দিবস তথা বিহারে প্রথম গুলিবর্ষণ, এই গৌরবময় দিনে শহীদ সত্যকিঙ্কর দত্ত ও পাঁচ বীর শহীদ—গণেশ মাহাতো, সহদেব মাহাতো, শীতল মাহাতো,গোকুল মাহাতো ও মোহন মাহাতোর স্মৃতির প্রতি এলাকার মানুষজন গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সেই মতো বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটা নাগাদ তাদের শ্রদ্ধাঞ্জলি জানালেন জেলা কংগ্রেস সভাপতি তথা বাগমুন্ডি বিধানসভার প্রা