খাতড়া: খাতড়ায় বিভিন্ন পুজো কমিটির প্রতিমা নিরঞ্জনে জনসমাগম, পুলিশের কড়া নজরদারি
শুক্রবার সন্ধ্যা থেকে খাতড়া বাজার চত্বর সরগরম ছিল প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায়। আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ খাতড়া বিদ্যাসাগর পল্লী সর্বজনীন, রঙ্কিনীতলা সর্বজনীন, নারীশক্তি ক্লাব, রবীন্দ্র সরণি সর্বজনীন সহ একাধিক দুর্গাপূজা কমিটির প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হয়। বাজনা-ঢাক-ঢোলের তালে খাতড়া শহর পরিক্রমা করে প্রতিমাগুলি নিয়ে যাওয়া হয় খাতড়া শ্মশান কালী মন্দিরের পুকুরঘাটে, যেখানে সম্পন্ন হয় বিসর্জন অনুষ্ঠান।