মাথাভাঙা ১: মুখ্যমন্ত্রীর নির্দেশে মাথাভাঙ্গা কেদারহাট এলাকায় বন্যা দুর্গতদের খাদ্য সামগ্রী তুলে দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ মাথাভাঙ্গা এক নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোর সিমুলি এলাকায় বন্যা বিধ্বস্ত এলাকা প্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হল তৃণমূলের পক্ষ থেকে। এদিন প্রাণ সামগ্রী বিতরণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক হিতেন বর্মন বিনয় কৃষ্ণ বর্মন প্রমূখ।