সুতি ১: সুতি থানা এলাকায় এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল পুলিশ, তোলা হলো জঙ্গীপুর আদালতে
নদীয়ার কল্যাণীতে MD পাঠরত এক ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন নার্সিংহোমে রোগী দেখার অভিযোগে বুধবার রাত্রিতে সুতি থানা এলাকা থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই ভুয়ো ডাক্তারের নাম মাকসুদ রহমান। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা এলাকায়। মৃত ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুর প্রায় দুটো নাগাদ জঙ্গিপুর আদালতে তোলা হয়।