ধূপগুড়ি: খয়েরবাড়ি প্রাইমারি স্কুলে যৌথ বনপরিচালন কমিটি গঠন করা হল,উপস্থিত রেঞ্জার নীলাদ্রি কিশোর রায়
খয়েরবাড়ি প্রাইমারি স্কুলে যৌথ বনপরিচালন কমিটি গঠন করা হল। ডাঙ্গা পাড়া ও হাজিপাড়া এই দুটি এলাকার বন পরিচালন কমিটি গঠন করা হয়েছে। ডাঙ্গাপাড়ায় ২০জন ও হাজিপাড়ায় ১৫ জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন, গরুমারা নর্থ রেঞ্জের রেঞ্জার নীলাদ্রি কিশোর রায়, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গনেশ উরাও, বিশিষ্ট সমাজসেবী প্রেম ছেত্রি, পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম, মঞ্জুরুল হক, লক্ষ্মণ হাসদা,খুনিয়া বিট অফিসার রাজীব চন্দ সহ অনান্যরা।