তৃণমূলের অবস্থা যা বিজেপির অবস্থাও তাই, মল্লারপুরে শনিবার রাতে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন। প্রসঙ্গত মঙ্গলবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত সন্ধিগরা বাজারে বিধায়ক এর হাত ধরে প্রায় চল্লিশটি বিজেপি সমর্থকের পরিবার বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে । আর আজ রাতে সেই যোগদান প্রসঙ্গকে সামনে রেখে মল্লারপুর থেকে নানান মন্তব্য করলেন বীরভূম জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক রথীন সেন