তেলিয়ামুড়া: দক্ষিণ দুর্গাপুর কমিউনিটি হলে রতিয়া শক্তি কেন্দ্রের বিজেপি কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক কনভেনশন করে বিধায়ক
রবিবার বেলা ১১ঃ৩০ মিনিট নাগাদ বিধায়ক পিনাকি দাস চৌধুরী দক্ষিণ দুর্গাপুর কমিউনিটি হলে রতিয়া শক্তি কেন্দ্রের বিজেপি কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক কনভেনশন করে। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন 27 কল্যাণপুর প্রমোদনগর বিজেপি মন্ডল সভাপতি নিতাই বল সহ অন্যান্যরা। এই কনভেনশনে রতিয়া শক্তি কেন্দ্র কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে আলোচনা করে বিধায়ক।