ইন্দপুর: বুথভিত্তিক শক্তি বৃদ্ধিতে তৃণমূলের কৌশল বৈঠক, SIR-এ ভোটার বাদ যাওয়ার অভিযোগে তৎপর গৌরবাজার তৃণমূল
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথভিত্তিক সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে মঙ্গলবার গৌরবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বিশেষ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব, বুথ সভাপতি, জনপ্রতিনিধি সহ PERS ও BLA–II কর্মীবৃন্দ। আলোচনায় মূলত SIR প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার “চক্রান্ত”-এর অভিযোগ তুলে তা মোকাবিলায় কৌশল নির্ধারণ করা হয়। এই বৈঠকে ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান উপস্থিত ছিলেন