খানাকুল ১: বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে জগদীশতলায় দুর্ঘটনায় মৃত্যু হল 1 বন্ধুর,আশঙ্কজনক 2 বন্ধু
বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল 1 বন্ধুর,আশঙ্কজনক 2 বন্ধু।দুর্ঘটনাটি ঘটে বুধবার রাতে খানাকুলের জগদীশতলায়।জানা যায়,বুধবার মমকপুর থেকে একটি বাইকে করে বন্ধু জন্মদিনে গড়েরঘাট যাচ্ছিল 3 বন্ধু।জগদীশতলায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডওয়ালে ধাক্কা লাগে বাইকের।গুরুতর আহত হয় 3 জনেই।পুলিশ তাঁদের উদ্ধার করে খানাকুল হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কজনক হওয়ার তাঁদের আরামবাগ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।সেখানে 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।