মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্থানীয় শাসক দলের নেতাদের মদতে দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধ ভাবে বালি পাচার চলছে পূর্ব বর্ধমান জেলার দামোদর নদের বিভিন্ন ঘাট থেকে। মেমারি থানার অন্তর্গত পাল্লা এলাকার ১. ৫ নং ঘাট নিয়ে স্থানীয়দের অভিযোগ ছিলো দীর্ঘদিনের। দিনে দুপুরে হোক কিংবা রাতের অন্ধকারে বিনা চালানে অথবা অবৈধ চালানে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ।