রানিনগর ২: রানীনগর বাজারের পরিচিত মুখ ফেনসিডিল কারবারে গ্রেফতার, পুলিশের হাতে শেখপাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে।
রানীনগর বাজারের পরিচিত মুখ ফেনসিডিল কারবারে গ্রেফতার, পুলিশের হাতে শেখপাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে।    পুলিশ সূত্রে জানা যায় উক্ত যুবক গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার শেখ পাড়া মসজিদ সংলগ্ন এলাকায়, একটি স্কুটিতে করে যাচ্ছিলেন সে মত অবস্থায় রাণীনগর থানা পুলিশের চোখে সন্দেহ হলে তাকে দাঁড় করিয়েত তল্লাশি চালাতে উদ্ধার হয় ২০৬ বোতল অবৈধ কফ সিরাপ অর্থাৎ ( ফেনসিডিল) তারপরে রাণীনগর থানা এলাকার গোধনপাড়ার সঞ্জীব কুন্ড নামে উক্ত যুবককে গ্রেপ্ত