কাঁকসা: সূত্র মারফত খবর পেয়ে হানা দিয়ে কাঁকসা থেকে বিপুল পরিমাণে আতশবাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি ব্যবসায়ীকে গ্রেফতার করলো পুলিশ
বিপুল পরিমাণে আতশবাজি বাজেয়াপ্ত করার পাশাপাশি এক ব্যবসায়ীকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।আজ রাতে কাঁকসায় খবর পেয়ে আচমকা হানা দেয় কাঁকসা থানার পুলিশ।হানা দিয়ে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।পাশাপশি প্রায় ৪৫০ কেজি আতশবাজি বাজেয়াপ্ত করে পুলিশ।ধৃতকে আগামীকাল মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।ধৃত ব্যবসায়ী সহ বাজেয়াপ্ত আতশবাজি কাঁকসা থানায় আনা হয়।