রতুয়া ১: বাঁধ ভেঙে যাওয়ার পর পশ্চিম রতনপুর জুড়ে নদীর পাড়ে ব্যাপক ভাঙ্গনে মানুষের মধ্যে আতঙ্ক
Ratua 1, Maldah | Sep 15, 2025 বাঁধ ভেঙে যাওয়ার পর গঙ্গার তীব্র দাপটে পশ্চিম রতনপুর জুড়ে নদীর পাড় এলাকা তলিয়ে যাচ্ছে। অত্যন্ত তীব্র গতিতে ভাঙ্গনের জেরে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক। নদীর তীব্র ভাঙ্গনে বহু পরিবার বাড়িঘর হারিয়েছে বর্তমানে গাছপালা সহ আশেপাশের এলাকা সমস্তটা তলিয়ে যাচ্ছে। বাঁধ ভেঙে যাওয়ার জন্য ভূতনীর বিস্তীর্ণ এলাকায় জল ডুকছে। এমন গঙ্গার দাপটে সবকিছু হারিয়ে ফেলার আশঙ্কায় পশ্চিম রতনপুর গ্রামবাসী এলাকা ছাড়ছে। গ্রামের এক দিকের অংশ নদী আগেই গিলা খেয়েছে।