কালচিনি: জয়গাঁয় যোগীখোলায় গ্রাম পঞ্চায়েত তরফে অস্থায়ী বাঁধ তৈরির কাজ শুরু হল
বেলা বাড়তেই খানিকটা কমেছে কালচিনি ব্লকের তোরসা, বাসরা সহ একাধিক নদীর জল। জল কমার পর রবিবার দুপুর থেকে কালচিনি ব্লকের ভুটান সীমান্ত শহর জয়গাঁয় যোগীখোলায় গ্রাম পঞ্চায়েত তরফে অস্থায়ী বাঁধ তৈরির কাজ শুরু হয়েছে।পাশাপাশি, ছোট মেচিয়াবস্তি ও খোকলাবস্তিতে দুটো ত্রাণ শিবির খোলা হয়েছে।পরিস্থিতি বেগতিক হলেই সেখানে বাসিন্দাদের নিয়ে যাওয়া হবে বলে প্রশাসন তরফে জানানো হয়। পাশাপাশি, নদীতে ভেসে আসা আবর্জনা বের করারও কাজ চলছে বলে এদিন বিকেলে প্রশাসন তরফে জানানো হয়।