বরাবাজার: প্রাক্তন উপ-প্রধানের মৃত্যুতে তাঁর মরদেহে মাল্যদান করতে মুড়হাডি গ্রামে উপস্থিত হলেন ঝাড়গ্রাম জেলা বিজেপি নেতা
বয়স জনিত কারণে মারা গেলেন তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান হংসরাজ মাহাতো তাঁর নিজের বাড়ি মুড়হাডি গ্রামে। মঙ্গলবার বিকেলে তাঁর মর দেহে মাল্যদান করতে সকলের সঙ্গে তার বাড়িতে উপস্থিত হলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির অন্যতম সদস্য তথা বান্দোয়ান মন্ডল ২ এর প্রাক্তন সভাপতি নিশাপতি মাহাতো। জানা যায়, তিনি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়ে তুমড়াশোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।