মগরাহাট ১: ওবিসি নীতি পুনরবহলের দাবিতে উস্তি বাজারে এসআইওর পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
মগরাহাট ব্লকের এস আই ও এর পক্ষ থেকে উস্তি বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয় মূলত ওবিসি নীতি পুনর্বহলসহ একাধিক দাবি নিয়ে এই পথসভা অনুষ্ঠিত হয় বলে জানা গিয়েছে এই পথসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুগ্ম সম্পাদক জাহির শেখ এছাড়া উপস্থিত ছিলেন মগরাহাট ১ নম্বর ব্লকের অর্গানাইজার আজগর আলী সহ একাধিক কর্মীরা।