ধর্মনগর: খেলো কদমতলা ব্লক ভিত্তিক নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল কদমতলা স্কুল গ্রাউন্ডে
খেলো কদমতলা ব্লক ভিত্তিক নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫ খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল রবিবার উত্তর ত্রিপুরা জেলার ৫৪ কুর্তি কদমতলা বিধানসভার অন্তর্গত কদমতলা স্কুল গ্রাউন্ডে । এতে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর জেলার জেলা সভাপতি কাজল দাস, UTZP সভাধিপতি অপর্না নাথ, কদমতলা আরডি ব্লকের চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, বিজেপির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতী সহ অন্যান্যরা