কাঁকসা: কাঁকসা থানা প্রাঙ্গন থেকে দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে স্থানঅধিকারী কমিটি গুলিকে পুরস্কার প্রদান,উপস্থিত রাজ্যের মন্ত্রী
কাঁকসা থানা গ্রামরক্ষী বাহিনীর পরিচালনায় কাঁকসার বহু প্রাচীন কংকেস্বরী কালি মন্দিরে মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়।প্রতি বছরের মত এবছরও কাঁকসা থানা প্রাঙ্গনে কালি পুজো উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপশি দু দিন যাত্রা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে থানা প্রাঙ্গনে। বুধবার রাতে কাঁকসা থানা প্রাঙ্গনে ১হাজার দুঃস্থ মহিলার হাতে শাড়ি তুলে দেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা।