হবিবপুর: “বামফ্রন্ট সরকার থাকলে দুর্ভোগে পড়তে হতো না”— হবিবপুরে থেকে বললেন মীনাক্ষী মুখার্জী
হবিবপুর ব্লকের দেবিপুরে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে শক্তিশালী করার বার্তা দেন। তিনি কলকাতার জলমগ্ন পরিস্থিতি ও মালদার ভূতনির বন্যা নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে দাবি করেন, বামফ্রন্ট সরকার থাকলে মানুষকে এমন দুর্ভোগ পোহাতে হতো না।