ডায়মন্ডহারবার ২: ঈদের আগে সরিষা হাটে কেনা বেচা চলছে গরু মহিষের, দূর দূরান্তের মানুষ আসছেন কিনতে
হাতেগোনা আর কয়েক দিনের অপেক্ষায় ঈদের। আগামী সাত তারিখ রয়েছে ঈদ। আর তা নিয়েই সরিষা হাটে বসেছে গরু মহিষের হাট। প্রতিবছরই ঈদ উপলক্ষে সরিষা এলাকায় এই গরু মহিষের হাট বসে যেখানে দূর দূরান্তের বহু মানুষই ঈদ উপলক্ষে গরু মহিষ কিনতে আসে। আর প্রতিবছরের মতন এ বছরও বসেছে গরু মহিষের হাট। মূলত এইখান থেকেই গরু মহিষ পৌঁছে যায় ডায়মন্ড হারবার কুলপি মন্দির বাজার সহ বিভিন্ন জায়গায় মানুষজন আসেন তাদের প্রয়োজনমতন গরু মহিষ কিনে নিয়ে যান।