ধর্মনগর: পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালে উঠে এলো বিশালাকার কিং-কোবরা সাপ ঘটনা ডাইনছড়া গ্রামে
পুকুরে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে জালে উঠে এলো বিশালাকার কিং-কোবরা সাপ।তবে জাল টানার সময় সাপের ছোবল থেকে বরাতজোরে রক্ষা পায় যুবক নিরোধ নাথ।ঘটনায় মুহুর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডাইনছড়া গ্রামে।