মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরো দুই। আগে চারজন ও আজকে আবার দুইজনকে গ্রেফতার করে জঙ্গিপুর আদালতে পাঠালো ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, ধৃত দুজনের মধ্যে একজনের নাম তারেকুল ইসলাম, ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের পার্ট টাইম লেকচারার আরেকজনের নাম প্রণব ঘোষ ওরফে বিট্টু, ফরাক্কা ব্লকের ছাত্র পরিষদের সহ-সভাপতি। এই দুজনকে আজ ফরাক্কা থানা জঙ্গিপুর আদালতে পাঠালো। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ।