বর্ধমান ১: প্রতিবছর নিজের হাতেই দুর্গা গড়ে নিজেই পুজো করে বর্ধমানের এক স্কুল পড়ুয়া,
খেলতে খেলতেই চার-পাঁচ বছর বয়সে প্রথম গড়ে তোলে দুর্গা প্রতিমা। সেই থেকেই প্রতিবছর নিজের হাতে দুর্গা গড়ে নিজেই পুজো করে বর্ধমানের এক স্কুল পড়ুয়া। তারও রয়েছে কঠিন নিয়ম,প্রতিবছরই দুর্গা প্রতিমা গড়তে ব্যবহার হয় একই মাটি! ১২ বছর আগে প্রথম ব্যবহৃত সেই মাটি দিয়েই প্রতিবছর গড়ে উঠে মা দুর্গা প্রতিমা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের রাজবাটি উত্তর ফটক এলাকার বাসিন্দা বর্ধমান সিএমএস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ঋজু দে এভাবেই তার নিজের নিয়ম গড়ে তোলে দুর্গা।